Home অপরাধ জগত র্যাবের অভিযানে চাঁপাই’এ ৩৬৯৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক !
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ইয়াবা পাচারের গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর হাউসনগর এলাকা হতে ৩ হাজার ৬৯৫ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক শীর্ষ মাদক ব্যবসায়ী-শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের শেকটোলা বাগান বাড়ি গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রুবেল (৩০)।
র্যাব-৫ এক প্রেসনোটে বুধবার রাতে রুবেলকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়,গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে ৩ হাজার ৬৯৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল সেট জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।