Home অপরাধ জগত র্যাবের হাতে ভারতীয় সিগারেটসহ ২ চোরাকারবারী গ্রেফতার !
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ভারতীয় মালামাল পাচারের গোপন সংবাদে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে ভারতীয় সিগারেট সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে এই অভিযানে আটক হয়, শিবগঞ্জ উপজেলার শ্যাম-পুর চুড়িয়ালীপাড়ার মৃত সাজেমানের ছেলে মোঃ সাইফুদ্দিন (৪০) ও একই উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগরের মৃত জিল্লুর রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম @ রবু (৪০)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফ-টেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এর নেতৃতে ৩০ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কান-সাট ইউনিয়নের করিম বাজারস্থ তিন রাস্তার মোড়ে অভিযান চালায়।
এসময় ভারতীয় তৈরি ৮৮ হাজার পিস সিগারেটসহ চোরাকারবারী মোঃ সাইফুদ্দিন ও মোঃ রবিউল ইসলাম @ রবু কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও ২টি বাইসাইকেল উদ্ধার করা হয়।
চোরাকারবারীরা দীর্ঘদিন যাবৎ সিগারেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এব্যাপারে প্রয়ো-জনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।