রাহুল রাজের কথায় শামসুল আলম বয়াতীর নতুন দুুই গান !

0
691

বিনোদন প্রতিকেদক : আমি তোমার ভবের পাগল ও মনের ঘরে মনের বসত, পর্দা আমার চোখে শিরোনামে নতুন দু’টি গানে কন্ঠ দিয়েছেন শামসুল আলম বয়াতী।

গীতিকার রাহুল রাজ এর কথায় সংগীত পরিচালনা করেছেন শিমুল দ্বীপ বিজন। আধ্যাত্মিক বাউল ঘরোনার এই দুই গানের সুর করেছেন শিল্পী নিজেই। শামসুল আলম বয়াতী জানান, দুটি গানের কথা গুলো খুব চমৎকার। প্রতিটি শব্দ মন ছুঁয়ে যায়।

দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহারে গান দু’টি সবার মন ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস। ইতোমধ্যে গান গুলোর স্টুডিও ভার্ষণ রেকর্ড শেষ হয়েছে। খুব শিগ্রই গান দুটি মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here