রাজবাড়ীর নতুন পুলিশ সুপার শামিমা পারভীন

0
47

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলায় বদলি করা হয়।

জানা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে চাকরি জীবনে পদার্পণ করেন। এরপর তিনি সুনামের সঙ্গে একাধারে পুলিশের বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি চাকরি জীবনে সিরাজগঞ্জ জেলায় র‍্যাব-১২ তে সহকারী পুলিশ সুপার, এরপর রংপুর জেলায় র‍্যাব-৫ এ সহকারী পুলিশ সুপার হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন।

এরপর ২০১১ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা হাইতি মিশনে সাড়ে ১৩ মাস কর্মরত ছিলেন। জাতিসংঘ মিশন শেষ করে তিনি রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করেন। তারপর সেখান তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে যায়।

২০১৮ সালে পদন্নোতি পেয়ে তারপর সেখান থেকে পুলিশ ট্রেইনিং সেন্টার রংপুরে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি পাস করেন। তার বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানায়।

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে আমি রাজবাড়ী জেলায় যোগদান করব। আমি রাজবাড়ী জেলার সব মানুষের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here