রাজনৈতিক মাঠ সব দলের জন্য উন্মুক্ত-স্বরাষ্ট্রমন্ত্রী

0
36

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজনৈতিক মাঠ সব দলের জন্য উন্মুক্ত। এ কারণে সবাই সভা-সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে না। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি।’

শনিবার (৪ মার্চ) দুপুরে যশোর পুলিশ সুপারের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় ৪তলা বিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার যেভাবে সন্ত্রাসী কার্যক্রম দমন করছে তা আজ বিশ্বব্যাপী প্রশংসিত। আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ সফলভাবে দমন করা হয়েছে। পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে সরকার।

দেশের থানাগুলোকে পর্যায় ক্রমে আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here