চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর গোলাম মোহাম্মদ মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে এই অভিযানে ৮৮০ গ্রাম গাঁজাসহ আটক হয় সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কোবাতলা মন্ডলেরটোলার মো. আতাবুর রহমানের ছেলে মো. বুলবুল হোসেন (২৫) ও একই এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মো. খাইরুল ইসলাম (১৯)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দেবীনগর ইউনিয়নের গোলাম মোহাম্মদ মোড় এলাকার রাস্তার উপর অভিযান চালায়।
এসময় ৮৮০ গ্রাম গাঁজা ও মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী বুলবুল হোসেন ও খাইরুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।