রোনাল্ড কোম্যান বার্সেলোনার নতুন কোচ

0
203

বায়ার্নের কাছে ৮-২ গোলের হারের ম্যাচের শেষ মুহূর্তেই দেখা গেছে অসহায় কিকে সেতিয়েনের মুখ। ডাগআউটে টেন্টের সামনে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে দিয়ে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন।

এমন লজ্জার হারের পরপরই বার্সা কোচ সেতিয়েনের বরখাস্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেন বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়ে দেন, ‘কিকে সেতিয়েন ছাঁটাই হচ্ছেন।’

বার্সা সভাপতির এমন ঘোষণার পর সমর্থকদের মনে প্রশ্ন উঠে, সেতিয়েনের বদলে মেসি-সুয়ারেজদের দায়িত্ব নিবে কে? সেতিয়েনের উত্তরসূরি হিসেবে নাম শোনা যাচ্ছিল অনেকেরই। বার্সার ভবিষ্যৎ বস হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন টটেনহ্যাম হটস্পারের সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো ও সাবেক বার্সা ও স্প্যানিশ কিংবদন্তী জাভি।

তবে পচেত্তিনো বার্সার পছন্দের তালিকায় নেই বলে জানিয়েছে স্প্যানিশ মিডিয়াগুলো। অন্যদিকে বার্সার বর্তমান বোর্ড থাকাকালীন কোচ হতে আগ্রহী নন বলে সাফ জানিয়ে দিয়েছেন জাভি।

পচেত্তিনো ও জাভি কোচ হওয়ার তালিকা থেকে বাদ পড়ায় কপাল খুলে যাচ্ছে বার্সার সাবেক ডিফেন্ডার ও বর্তমান নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ ৫৭ বছর বয়সী রোনাল্ড কোম্যানের। ইউরোপের অনেক বিখ্যাত সাংবাদিক ও সংবাদমাধ্যমের তথ্যমতে, কোম্যানকেই দায়িত্ব দিচ্ছে বার্সেলোনা।

দলবদল বা এমন গুঞ্জনের ক্ষেত্রে ইউরোপে বেশ সুনাম রয়েছে সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি এক টুইটবার্তায় কোম্যানের বার্সার কোচ হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন, ‘রোনাল্ড কোম্যানকে বার্সেলোনার কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। হল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছেড়ে বার্সায় যোগ দেবেন তিনি।

আনুষ্ঠানিক ঘোষণা এই সপ্তাহে আসবে।’ যেকোনো দলবদল বা গুঞ্জন নিশ্চিত করার ক্ষেত্রে তার যে শব্দত্রয়ীর ব্যবহার টুইটারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এই টুইটেও তা জুড়ে দিয়েছেন রোমানো, ‘হিয়ার উই গো!’

এছাড়া কোম্যান ইতোমধ্যে স্পেনে উড়ে এসেছে, এমন ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অন্যদিকে ইউরোপভিত্তিক বেশ কয়েকটি ক্রীড়া মাধ্যমের দাবি, কোম্যানকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে বার্সা। যদিও এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।

কোচিং ক্যারিয়ারে আয়াক্স, পিএসভি আইন্দহফেন, ভ্যালেন্সিয়া, বেনফিকা, সাউদা ম্পটন, ফেইনুর্ড, এভারটনের মতো ক্লাবের ডাগ আউট সামলেছেন কোম্যান। আয়াক্স (২ বার) ও পিএসভির হয়ে তিনবার ডাচ লিগ ও একটি ডাচ কাপ (আয়াক্সে) জেতেন তিনি।

এছাড়া ভ্যালেন্সিয়ার হয়ে একবার কোপা দেল রে এ কোচ। তবে নেদারল্যান্ডের দায়িত্ব নেওয়ার আগে এভারটনের কোচ হিসেবে খুব একটা ভালো করেননি কোম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here