সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ইন্তেকাল !

0
76

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি মারা যান। মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।

আইরিন মাহবুব বলেন, আজ বুধবার দুপুর ১২টার দিকে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা বলেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। বেলা ১টার দিকে তিনি মারা যান। উল্লেখ‌্য, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দেন মাহবুব তালুকদার। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here