সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ৫৫ জনের নামে মামলা !

0
74

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মানিকগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিকেলে সাটুরিয়া উপজেলার কালুশাহ ফকিরের মাজার জিয়ারত শেষে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতার গাড়ি বহর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

মানিকগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ইন্ধনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আফরোজা খান রিতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

মামলার বাদি আব্দুর রহমান জানান, ওই ঘটনায় সম্পৃক্ত ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (১৫(৩)২৫(ঘ) ধারায় মামলাটি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here