সাইবার অপরাধের শিকার উর্মিলা মাতন্ডকর !

0
203

ডিসেম্বরের শুরুতেই ঘটা করে শিব সেনায় যোগ দিয়েছিলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন দলের সভাপতি তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর। এর মধ্যেই আচমকা সাইবার ক্রাইমের শিকার হলেন উর্মিলা মাতন্ডকর। হ্যাক করা হল অভিনেত্রী তথা রাজনীতিবিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

গত বুধবার নিজের টুইটার প্রোফাইলে ছবি আপলোড করে ক্যাপশনে উর্মিলা জানান, সাইবার ক্রাইমের মতো বিষয়কে মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখায় তিনি সঙ্গে সঙ্গে এফআইআর করেছেন।

এফআইআরের কপি তিনি সাইবার ক্রাইম শাখার ডিসিপি রশমি কারান্ডিকারের হাতে তুলে দিয়েছেন। যিনি তাঁকে এই বিষয়ে আরও অনেক কিছু জানিয়েছেন। ভবিষ্যতে সেগুলি মাথায় রাখবেন বলেও জানান উর্মিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here