প্রায় পনের মাস পর সাকিব আল হাসান ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দেশের ইতিহাসের সেরা এই ক্রিকেটার এবারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে আছেন। ২০শে জানুয়ারি মাঠেও নামবেন তিনি।
অবশ্য নিষেধাজ্ঞা শেষ করে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন আগেই। কিন্তু এর আগের দুবার নিষেধাজ্ঞা কাটিয়ে যেমন দুর্দান্ত কামব্যাক করেছিলেন।
গত বছরের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ ম্যাচে মাঠে নেমে মাত্র ১১০ রান তোলেন সাকিব।ম্যাচপ্রতি গড় রান ছিল ১২ দশমিক ২২। ওদিকে বল হাতে নেন মোটমাট ৬টি উইকেট।
দেশের ক্রিয়া প্রেমিদের তাদের প্রিয় খেলোয়ার সাকিব আল হাসানকে নিয়ে আগ্রহের শেষ নেই। সেই সাথে দেশবাসীও তাদের প্রিয় খেলোয়ারকে হারিয়ে অনেকটাই বিমূষ হয়ে পড়েছিলেন।
এবার আশা তাদের প্রিয় খেলোয়ার তার দুর্দান্ত কামব্যাকের মাধ্যমে আবার জাগিয়ে তুলবেন বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকা।