চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় সভা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা হলরুমে সদর উপ জেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা উপজেলা চেয়ারমান তসিকুল ইসলাম তসি, সদর মডেল থানার ওসি(তদন্ত) কবির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, বারঘরিয়া ২২ পুতুল মন্দিরের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পালসহ অন্যরা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী দায়িত্ব পালন করবে। সভায় পূজাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হয়।
এছাড়া করোনা পরিস্থিতিতে প্রতিটি পূজামন্ডপের প্রবেশ পথে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা এবং আগত ভক্তদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর মেশিনসহ নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে আগতদের দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। এবছর সদর উপজেলার উপজেলায় ৫৭ টি পূজা মন্ডপে প্রতিমা শোভা পাবে।