ছাত্রলীগনেতৃসহ সহযোগীদের বহিস্কার

0
109

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন করে বিবস্ত্র করার ঘটনার অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ চার সহযোগীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার পাঁচমাস পর উচ্চআদালতের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর পার্ট-২ ধারা-৮ মোতাবেক সর্বোচ্চ শাস্তি হিসেবে তাদের এক বছরের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

অন্য অভিযুক্তরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here