মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে ‘২নং দিঘলীয়া ইউনিয়ন পরিষদ’ (চাচিতারা)। গত ২১/০৭/২০২২ইং রোজ বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব সফিউল আলম জুয়েলের হাতে ‘শ্রেষ্ঠ ইউনিয়নের’ ক্রেজ তুলে দেন জেলা প্রশাসক জনাব মো. আব্দুল লতিফ। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সারমিন আরাসহ সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে, এক প্রতিক্রিয়ায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব সফিউল আলম বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি মাত্র কয়েক মাস হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েই, আমার ইউনিয়ন পরিষদ চত্ত্বরকে আমি ঢেলে সাজিয়েছি। ফলে ইউনিয়নের সৌন্দর্য্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এখনোও সৌন্দর্য্য বর্ধনের কাজ চলমান রয়েছে। আমি আশা রাখি, আমার ইউনিয়ন পরিষদ আগামীতে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে গন্য হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগনের উন্নয়নে বিশ্বাস করে। সরকার প্রধান, জননেত্রী শেখ হাসিনা জনগনের অধিকার আদায় এবং সার্বিক জীবনমানের উন্নয়নের জন্য সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সরকারের হাতে হাত রেখে সকলকে এই উন্নয়নে সহযোগিতা ও শরিক হবার আহব্বান জানান।
একই সময় তিনি ‘২নং দিঘলীয়া ইউনিয়ন পরিষদ’ কে ‘শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ’ নির্বাচিত করায় সাটুরিয়া-মানিকগঞ্জের উন্নয়নের রুপকার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন, মান্যবর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের ধণ্যবাদ জ্ঞাপন করেন।
# মোহাম্মদ নজরুল ইসলাম/বাংলাটপনিউজ২৪.কম #