সাটুরিযার দিঘলীয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপি বর্ণিল কর্মসূচির আয়োজন করে ২নং দিঘলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।
সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে দিবসের ধারাবহিকতায় কেক কেটে জাতির পিতাকে স্বরন, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন প্রচার, শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ যোহর চাচিতারা বাজার জামে মসজিদে মিলাদ মাহ্ফিলের আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
তৎপর বাদ আসর, ২নং দিঘলীয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আওয়ামীলীগ সভাপতি জনাব মমতাজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভার আযোজন করা হয়। সভায় এক বক্তব্যে ২নং দিঘলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সফিউল আলম জুয়েল বলেন, বাংলাদেশের জন্মচেতনায় বঙ্গবন্ধু এক বিশেষ নাম। যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না।
তিনি সারা জীবন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। জীবনের উৎকৃষ্ট সময় দীর্ঘ ১৪ বছর বাঙ্গলীর অধিকার আদায়ে জেল খেটেছেন। ৫২‘ভাষা আনন্দোলন , ৫৪‘য়ুক্তফ্রন্ট, ৬৬ ছয়দফা, ৭ মাসের্র ঐতিহাসিক ভাষন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তির সংগ্রামে তিনি একক ভুমিকা রেখেছেন।
সেই দিন তাঁর ডাকে সারা দিয়ে লক্ষ লক্ষ বাঙ্গালী মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে পাকহানার বাহিনীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন। যার বদৌলতে আমরা পেয়েছি স্বাধীনতা এবং বিশ্বমানচিত্রে লাল-সবুজের পতাকা। জাতির জনকেরই জন্ম দিনে আমি শ্রদ্ধা ভরে তাকে স্বরন করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিঘলীয়া ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগ সভাপতি জনাব রেজাউল-করিম (রেজা), সহ-সভাপতি আউলাদ হোসেন মাষ্টার প্রমুখ।
# মোহাম্মদ নজরুল ইসলাম/বাংলাটপনিউজ২৪.কম #