চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। বুধবার দুপুরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তযোদ্ধা মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা এবং সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনকসহ অন্যরা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, সাবেক ছাত্রলীগ নেতা শাহনেয়াজ খান অপু, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ সিকদার, সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল বের করে।
এসময় জেলা, উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেয়।