ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি । তবে তিনি বলেছেন, এ ঘটনা তাদের দেশের পরমাণু কর্মসূচির গতি ধীর করতে পারবে না।
ইরানের সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিযাদে শুক্রবার তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্দ এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলেও, তিনি মারা যান।হাসান রুহানি বলেন, এই হত্যাকাণ্ডে ইরানের শত্রুদের গভীর “ঘৃণা ও হতাশা” স্পষ্ট হয়ে উঠেছে।
রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে মি.রুহানি “ইহুদিবাদী শাসকচক্রের রক্তরঞ্জিত অশুভ হাতের” উপমা দেন – যা সাধারণত: ইসরায়েলকে বোঝাতে ব্যবহৃত হয়। ইসরায়েল এ ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি।