শিয়ালমারা সীমান্তে ৫৯ বিজিবি’র হেরোইন-বিড়ির পাতা উদ্ধার !

0
202
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপ জেলার ভারতীয় সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন হেরোইন, বিড়ির পাতা ও সেন্ডেল উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র সদস্যরা।
শুক্রবার দিবাগত রাত দেড়টায় ও শনিবার সকালে পৃথক দু’টি অভিযানে এসব উদ্ধার করা হয়।
৫৯ বিজিবি এক প্রেসনোটে জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি টহল দল শিয়ালমারা বিওপি’র মির্জাপুর গ্রাম হতে মালিকবিহীন ১০৯ জোড়া সেন্ডেল, ৫৯ কেজি বিড়ির পাতা ও বিড়ির মসলা ৮২ কেজি উদ্ধার করে।
যার মুল্য ২ লক্ষ ৪৩ হাজার ৮৫০ টাকা।শনিবার সকাল সাড়ে ৬টায় অপর এক অভিযানে চকপাড়া বিওপি’র সীমান্ত এলাকা নামোচক পাড়া নদীর তীর হতে মালিকবিহীন ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
চকপাড়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ রেনু মিয়া এ অভিযানে নেতৃত্ব দেন। উদ্ধার হেরোইনের মুল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা।
উভয় বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে বলে জানায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমির হোসেন মোল্লা পিএসসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here