বলিউড সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে আরিয়ান খানকে নিষিদ্ধ মাদক রাখা ও সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ব্যুরোর এক বিবৃতিতে জানানো হয়, শনিবার রাতে মুম্বাইয়ের উপ কূলে সমুদ্রে ভাসমান একটি ক্রু্জ শিপে নিষিদ্ধ মাদক নিয়ে পার্টি চলছিল – সেখান থেকেই মোট আটজনকে আটক করে জেরা করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, এবং এর পর তাদের গ্রেফতার করা হয়।
জাহাজের ওই পার্টি থেকে এক্সট্যাসি, কোকেইন, এমডি বা মেফি-ড্রোন এবং চরসের মতো নানা ধরনের নিষিদ্ধ ড্রাগ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
গোপন সূত্রে খবর পেয়েই নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা ওই জাহাজটিতে হানা দিয়েছিলেন।