ঢাকা প্রিমিয়ার ক্রিকেটেও মোহামেডান ছেড়ে এবার সাকিব শেখ জামালে যোগ দেবেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। অবশেষে জানা হলো মোহামেডানে কয়েক মৌসুম কাটানোর পর এবারের প্রিমিয়ার লিগে সাকিবের নতুন দল শেখ জামাল।
বিজয় দিবসের দিন এক জমকালো আয়োজনের সন্ধ্যায় ঘোষণা আসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে সামনের দিনগুলোতে দেখা যাবে শেখ জামালের জার্সিতে। ক্লাবটার হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ মাতাবেন এই অলরাউন্ডার।
সাকিবকে দলভুক্ত করা নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটিডের সভাপতি সাফওয়ান সোবহান জানান, ‘আগামী দুই বছরের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবেন সাকিব আল হাসান।
বাংলাদেশ অধিনায়ক সাকিবও শেখ জামাল পরিবারের সদস্য হয়ে খুব খুশি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাকিব জানান, ‘শেখ জামাল ফুটবল-ক্রিকেটে খুবই ভালো করছে।
শুধু সাম্প্রতিক সময়ে না, শেষ ১০/১২ বছর ধরে। এর পেছনে অসাধারণ কৃতিত্ব রয়েছে আমাদের মনজুর ভাইয়ের, সাফওয়ান ভাইয়ের। যাদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকে এই অবস্থানে। খুবই খুশি এই দলের অংশ হতে পেরে।
আশা করি শেখ জামালের হয়ে আগামী দুই বছর আমরা যেনো চ্যাম্পিয়ন হতে পারি।