শেখ হাসিনার কাছেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিরাপদ: মোতাহার হোসেন এমপি

0
254
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি বলেন, শেখ হাসিনার কাছেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিরাপদ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মাননীয় সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৩৫ জন কে আর্থিক সহযোগিতা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
অনুষ্টানে মোতাহার হোসেন এমপি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তিনি তাহাজ্জুত নামাজও আদায় করেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রতিদিনের কাজ শুরু করেন। তিনি আলেম-ওলামাদের সম্মান করেন।
সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। কিন্তু ৭১-এর পরাজিত শক্তি ও একটি কুচক্রী মহল সংঘবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইসলামের দোহাই দিয়ে সাধারণ মানুষকে নানাভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভ্রান্ত করতে চাইছে।
এ ব্যাপারে কৃষক লীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী  এবং বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী দেশপ্রেমিক সবাইকে সতর্ক থাকতে হবে।’
এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, হাতীবান্ধা উপ-জেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সিংগীমারি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সিন্দূর্না ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মিলন সরকার, টিম ইমারজেন্সি হাতীবান্ধার প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পি সোহেব আহম্মেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here