চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি’র অভিযানে জেলার শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে। সোমবার রাত দেড়টার দিকে চালানো অভিযানে আটক হয় শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ শিয়ালমারা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ মানসুর (৩০)।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আরআই বি তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর আনুমানিক রাত দেড়টার দিকে শিয়াল মারা বিওপির নায়েব সুবেদার মোঃ ইয়ারুল হক এর নেতৃত্বে টহল দল দায়িত্ব পূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬/ ৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খানিয়া দিঘী নামক স্থানে অভিযান পরিচালনা করে মোঃ মানসুর কে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন এবং ২টি সীম কার্ডসহ আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিল, মোবাইল ফোন এবং সীম কার্ড এর আনু-মানিক সিজার মূল্য- ২৯ হাজার ৪’শ টাকা। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।