চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার শিয়াল মারা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাব গঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। আটক ব্যবসায়ী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ এলাকার শিয়ালমারা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. সেতাউর রহমান (৩৫)।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি বিষয় টিরসত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৬ ফেব্রু-য়ারি ০৫.৩০ ঘটিকায় শিয়াল মারা বিওপির নায়েক মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তপিলার ১৮৭/১৩-এস নিকটবর্তী শূন্য রেখা হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে অভিযান চালায়।
এই অভিযানে মাদক ব্যবসায়ী সেতাউর রহমান কে ২০০ বোতল ফেন্সিডিল এবং ০.৭২ গ্রাম হেরোইন সহ আটক করতে সক্ষম হয়। এসময় শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার শিয়ালমারা গ্রামের মোঃ মাইদুল (৩৪), পিতা-মোঃ কুদ্দস মোড়ল (২) মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা- মোঃ বাচ্চু মিয়া (৩) মোঃ ছয়মুদ্দিন (৪২), পিতা-মুলি শেখ (৪) মোঃ কাজু (২৫), পিতা- মোঃ হুমা (৫) মোঃ নুরুল ইসলাম বিহারী (৪৫), পিতা-মোঃ আজিম উদ্দিন পালিয়ে যায়।
আটককৃত ফেন্সিডিল এবং হেরোইন এর আনুমানিক মূল্য-৮১ হাজার ৪৪০ টাকা। আটক কৃত ফেন্সিডিল, হেরোইনসহ ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।