চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ করোনাভাইরাসের ২য় ঢেউ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জনসাধারণের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে বিনোদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিনোদপুর ইউনিয়নে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে মাস্ক ও সাবানসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।