চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর বালিকা ফুটবল দলের সদস্যদের মাঝে জার্সি উপহার দেয়া হয়েছে।
কানসাট সোলেমান ডিগ্রী কলেজের ফুটবল মাঠে নৈপুণ্য ও কৃতিত্বের জন্য রবিবার বিকেলে শিবগঞ্জ উপ-জেলা প্রশাসনের সৌজন্যে জার্সি এই উপহার দেয়া হয়। কানসাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর সভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আবুল হায়াত।
এসময় কানসাট সোলেমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা-পৃষ্ঠপোষক ডাঃ তড়িৎ কুমার সাহা, সহ-সভাপতি মিজানুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আবু বক্কর ছিদ্দিকসহ অত্র একাডেমী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার আবুল হায়াত বলেন, খেলাধুলা কিশোর-কিশোরীদের মাদক থেকে দূরে রাখবে, বিশেষ করে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রিড়া একাডেমীর বালিকা ফুটবল দল শিবগঞ্জ উপজেলার মুখ উজ্জ্বল করেছে। একাডেমীর মেয়েরা অনেক ভালো খেলছে, এই মেয়েরা একদিন জাতীয় টিমে খেলবে।