চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে তহুরুল ইসলাম নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মকিমপুর এলা-কায় এ ঘটনা ঘটে।
নিহত অটোচালক হচ্ছে- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মকিমপুর এলাকায় সাইদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা থেকে এলাকায় বিদ্যুৎ ছিলোনা। অনেক রাতে বিদ্যুৎ এসেছে। তহুরুল সকাল ৯টার দিকে অটোভ্যানে চার্জ দেওয়ার কাজ করছিল।
এ সময় বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।