Home অপরাধ জগত শিবগঞ্জে চিকিৎসার নামে চলছে প্রতারণা ॥ ভোগান্তিতে রোগীরা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ওমরপুর গ্রামের হোমিও পল্লী চিকিৎসক মাসুম একই সাথে চালাচ্ছেন এ্যালাপোথি চিকিৎসা। চিকিৎসাপত্রে দেখা যায় হোমিও, এ্যালাপোথি, আয়ুর্বেদিক মেডিসিনের নাম। অবৈধভাবে চালাচ্ছে নাকের পলিপাস অপারেশন।
এলাকার গরীব দুঃখি অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মিলে। এলাকাবাসী জানান, মাসুম প্রায় চার বছর আগে থেকে মুদি ব্যবসা ছেড়ে ভূয়া ডাক্তার সেজে চালাচ্ছে চিকিৎসা সেবা।
চিকিৎসা পত্রে নামের আগে ডা. লেখা আছে, যা সম্পূর্ণভাবে দন্ডনীয় অপরাধ। এব্যাপারে সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, মাসুম একজন ভূয়া ডাক্তার। তার দূর্ণীতি অনিয়মের ব্যপারে শুনলাম। ভোক্তা অধিকার আইনে তার বিরুদ্ধে জরুরী ব্যবস্থা গ্রহণ করা হবে।