শিবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরন ॥ পাতা কুড়াতে গিয়ে দুই শিশু আহত !

0
63

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়াম এলাকায় ছাত্রলীগের এক নেতার বাড়ির পেছনে পরিত্যক্ত ককটলে বিস্ফোরনে ২ শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার স্টেডিয়াম এলাকার চতুরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। আহত ২ শিশু হলো একই এলাকার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ও আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিমন ওরফে ইমন (১১) ও তার ছোট ভাই ইকবাল (৭)।

আহত শিশুর মা শিউলি বেগম জানায়, দুপুরের খাবার খেয়ে রিমন ও ইকবাল শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা ও ডালপালা কুড়াতে যায়। এসময় রিমন একটি পরিত্যক্ত কক-টেল দেখে পা দিয়ে চালানোর চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়।

এতে রিমনের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয় এবং এসময় তার ভাই ইকবালও আহত হয়। আহতদের মধ্যে ইমন কে গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অপর ভাই ইকবাল কে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

স্থানীয়রা জানায়, পরিত্যক্ত ককটেলটি স্টেডিয়াম সংলগ্ন চতুরপুর মহল্লায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান হিমেলের বাড়ির পেছনে সেফটিক ট্যাংকির পাশে একটি ফাঁকা জায়গায় পড়ে ছিল। ইকবাল ও ইমন সেখানে খেলার সময় ককটেলটি বল ভেবে ধরতে গেলে বিস্ফোরন ঘটে।

এব্যাপারে ছাত্রলীগ নেতা হিমেলের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবী করেন, বুধবার তিনি সাবেক সচিব জিল্লার রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টাটাস দেয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে তার প্রতিপক্ষরা তার বাড়ির বাইরে শোবার ঘরের পাশে ককটেলটি রেখে গেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরি যোবায়ের হোসেন জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরনে ২ শিশু আহত হয়েছে। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে ককটেলটি উদ্ধার করে তদন্ত অব্যাহত আছে।

উল্লেখ্য. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রতিকৃতিতে ফুল দেয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে সাবেক সচিব জিল্লার রহমানের অনুসারীদের সাথে আওয়ামীলীগের অপর একটি গ্রুপের উত্তেজনাকর পরিস্থিতিতে প্রশাসন স্টেডিয়াম এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করার একদিন পর এ ঘটনা ঘটলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here