শিবগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

0
60

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন।

সোমবার রাতে পৌর এলাকার জালমাছমারী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাব গঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, দপ্তর সম্পাদক নেফাউর রহমান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মতিউর রহমান, শিবগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি প্রশান্ত কুমার দাস, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী ছবি, উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুরুল হোদা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুসহ অন্যান্যরা।

এছাড়া স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here