চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরে গণসংযোগ করেছেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
সোমবার রাতে উপজেলার চককীর্তি বাজার ও বসন্তপুর এলাকাসহ
বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই গণসংযোগ করেন তিনি। এ সময়
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ সুখে-
শান্তিতে থাকেন। দেশে অভূতপূর্ণ উন্নয়ন হয়।
দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের মতো বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। তিনি আরো বলেন, আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয়। হাওয়া ভবনের মতো ছায়া সরকার বানিয়ে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে।
তাই বিএনপি-জামায়াতের এসব দুর্নীতি ও অপকর্মে অতিষ্ট দেশের
মানুষ। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নবীনূর রহমান ও ছাত্রলীগ নেতা সেলিম রেজাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।