শিবগঞ্জে টীকাদান কর্মসূচি বন্ধ!

0
144
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপ- জেলায় টীকা স্বল্পতায় টীকাদান কর্মসূচি অনিদ্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে।শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বৃষ্টি উপেক্ষা করে টীকা নিতে এসে টীকাদান আকশ্মিক বন্ধের খবর পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন টীকা গ্রহীতারা। অনেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
অনেকে আগে বিষয়টি না জানিয়ে এ কর্মসূচি বন্ধ করে দেয়ায় হাস-পাতাল চত্তরে প্রতিবাদ করেন।  এ সময় স্বাস্থ্যকর্মীদের উপর ভুক্তভোগীরা ক্ষিপ্ত হতে উঠে। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি সারা দেশে চালু থাকলেও শিবগঞ্জে বন্ধ থাকায়ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েরা খান বিষয়টি নিশ্চিত করেন। এবিষয়ে জেলার সিভিল সার্জন ডা: জাহিদ নজরুল চৌধুরি বলেন, শিবগঞ্জের ৫টি ইউনিয়নে কার্যক্রম চালু রয়েছে। তবে স্বাস্থ্য কর্মীদের দীর্ঘ কাজের কারনে ক্লান্ত থাকায় শুধু বুধবার এ কর্মসূচি বন্ধ থাকবে।
বৃহষ্পতিবার থেকে আবারো চালু হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপ-লক্ষ্যে পরিচালিত বিশেষ এ কর্মসূচি কেন বন্ধ জানতে চাইলে তিনি জানান, বিশেষ এ কর্মসূচিতে ৭৬ হাজার ৫’শ জনকে জেলায় ভ্যাকসিন দেয়ার টার্গেট পূর্ণ হওয়ায় শিবগঞ্জে কার্যক্রমটি বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here