চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সহড়াতলা এলাকায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিলে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত ব্যক্তি, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে ডালিম (৩০)। আহত ব্যক্তি একই গ্রামের দুরুল হোদার ছেলে শামীম রেজা (৩১)।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার সহড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডালিম ও শামীম মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন।
এসময় সহড়াতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক রাস্তার পাশে দাড়ানো ছিল, ঠিক সেই সময় মোটরসাইকেল চালক ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ডালিম মারা যান এবং আহত হন শামীম।
আহত শামীমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে নিহত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও bচালক পালিয়ে যায়।