Home অপরাধ জগত শৈলকূপায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু !
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- নির্বাচনী প্রচারণার উচ্চ হর্ন শুনে রাস্তায় আসতেই ইউপি সদস্য প্রার্থী নজির আলীর শোডাউনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন (৪) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুরের চরলক্ষীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
শিশুটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া বয়ে এনেছে। বৃহস্পতি বার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষ্ণুদিয়ার ইউপি সদস্য প্রার্থী নজির আলী এবং তার অনুসারীদের নিয়ে এলাকায় বাইক সোডাউনে নির্বাচনী প্রচারণা চালা-চ্ছিল।
এমন সময় চরলক্ষীপুর গ্রামের চান্নু মিয়ার ছেলে শিশু আরা-ফাত হোসেন (৪) তাদের প্রচারণা দেখতে ঘর থেকে বেড়িয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই নির্বাচনী প্রচারণার উচ্চ গতির সম্পন্ন বাইক গুলো এলোমেলো চলতে চলতে তার গাঁয়ের উপর উঠিয়ে দেন।
শিশুটির শরীরের উপর দিয়ে মর্মান্তিক ভাবে উঠে যায় এবং পিষ্ট করে। শিশুটিকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী চরলক্ষীপুর গ্রামের আছলত মন্ডলের ছেলে লিয়াকত হোসেন বলেন, শিশুটি উচ্চস্বরে হর্ন শুনে দৌড়ে ঘর থেকে বেড়িয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়।
কিছু বুঝে উঠার আগেই শিশুটিকে মোটরসাইকেলের বহরের ধাকা বেপ-রোয়া গতির মোটরসাইকেল তাকে কষ্ট করলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
শৈলকূপা থানার ওসি জানান, মৃত শিশুটির পরিবার ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে। তাদের আটকের কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিষয়টি আরও তদন্ত করে এবং তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানাব।