স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ– ঝিনাইদহের শৈলকুপায় এক বখাটের বিরুদ্ধে স্কুল পড়–য়া ছাত্রীকে শ্লীলতা হানীর অভিযোগ উঠেছে। সে উপজেলার ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
এব্যাপারে মেয়েটির পিতা শৈলকুপা থানায় একটি অভিযোগ দাখিল করেছে। ভুক্তভোগী মেয়েটির পিতা জানান, উপজেলার ফলিয়া গ্রামের লতা বিশ্বাসের ছেলে জিকু বিশ^াস আমার মেয়েকে প্রায়ই কু-প্রস্তাব দিত।
গত ১৩ মার্চ রোববার বিকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ির নিকটস্থ মাঠে ঘাস কাটার জন্য যাই। আমার মেয়ে ১০০ গজ দুরে তামাকের জমিতে ঘাস কাটতে গেলে সেখানে ওৎ পেতে থাকা জিকু হোসেন মেয়েকে
জাপটাইয়া ধরে বিবস্ত্র করার চেষ্টা করে।
একপর্যায়ে মেয়ের চিৎকারে ঘটনাস্থলে ছুটে গেলে লম্পট জিকু পালিয়ে যায়। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সেকেন্ড অফিসারকে পাঠিয়েছিলাম। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।