জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কবির পুর মোড়,চৌরাস্তা মোড় সহ শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশে ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিনের নেতৃতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মটোরযান অধ্যাদেশ আইনে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও হেলমেট না থাকায় ২১ টি মোটরসাইকেল আটক ও ২৫ টি মামলা দায়ের ও জরিমানা করা হয়।
এ ব্যপারে ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় কাগজ পত্র বিহীন মোটরসাইকেল ও হেলমেট ব্যাতিত মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।