শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আজ ভোট

0
178
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। গতকাল শনিবার বিকালে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ও কালীগঞ্জ, মহেশপুর পৌরসভায় নির্বাচনের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে।
আজ কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হবে। জেলা নির্বাচন অফিসার জানান, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৩ জন, কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভার মেয়র পদে ৮ জন প্রতিদ্বন্ধীতা করছেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্র্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। শৈলকুপায় ১৪ টি ইউনিয়নের ১২০ টি কেন্দ্রে ২ লাখ ৮৮ হাজার ২’শ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও একজন সতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৫’শ ৭৭ জন। ৯ টি ওয়ার্ডের ২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও মহেশপুর পৌরসভার মোট ভোটার ২২ হাজার ৪’শ ৫০ জন। এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here