সলমন খানকে ‘ছ্যাঁচড়া বলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা !

0
27

সলমন খানকে ‘ছ্যাঁচড়া’ বলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। তাতেই ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। বিশেষ করে ভাইজানের ভক্তরা। পালটা কটাক্ষ করেছেন তাঁরা। উর্দু সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে পাকিস্তানে জনপ্রিয়তা পেয়েছেন সাবা।

ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’-এর নায়িকা ছিলেন তিনি। পাকিস্তানের এক টেলিভিশনে চ্যানেলে সাক্ষাৎ-কার দিতে গিয়েই সলমনকে নিয়ে মন্তব্য করে বসেন সাবা।

সাক্ষাৎকারের সেই ভিডিও ঘিরেই এখন তোলপাড় নেটদুনিয়া। সলমন খান সিনেমার প্রস্তাব দিলে তাঁকে কীভাবে না করবেন? এই প্রশ্ন সাবাকে করা হয়েছিল। প্রথমে বলিউড সুলতানের নাম শুনেই আঁতকে ওঠেন পাক অভিনেত্রী। জানান, সলমনকে তিনি বড্ড ভয় পান।

কিন্তু না কীভাবে করবেন? এই প্রশ্নের উত্তরেই সাবা বলে সলমনের উদ্দেশে বলে বসেন, “আপনি বড্ড ছ্যাঁচড়া! হৃতিক রোশন, ইমরান হাসমি, রীতেশ দেশমুখকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল সাবাকে।

তাতে অভিনেত্রী জানান, দুই বাচ্চার বাবা হৃতিককে তাঁর পোষাবে না। ইমরান হাসমির সঙ্গে সিনেমা করলে তাঁর মুখে ক্যানসার হবে। রীতেশকে ‘বি গ্রেড অ্যাক্টর’ও বলেন সাবা। তাঁর এমন মন্তব্যেই ক্ষিপ্ত নেটিজেনরা।

“সাবা কামার কে?” এই প্রশ্ন করা হয়। পাক অভিনেত্রীকে আগে নিজের ওজন কতটা তা মেপে দেখার পরামর্শ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here