১৫ ফেব্রুয়ারি নতুন জীবনে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জার।এর আগে ব্যবসায়ী সাহিল সংঘের সঙ্গে বিয়ে হয়েছিল দিয়ার। বছর পাঁচেক পরই বিচ্ছেদ ঘটে তাঁদের। .
২০১৯-এর আগস্টে স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদের কথা টুইট করে নিজেই জানিয়েছিলেন মিষ্টি মুখের দিয়া। এবার নতুন করে বয়ফ্রেন্ডের সঙ্গে সংসার পাততে চলেছেন তিনি। বৈভব রেখী এর সাথে গত বছর ডেটিংয়ের খবর সামনে এসেছিল। সেই প্রেমই বদলে যাচ্ছে পরিণয়ে।
জানা গিয়েছে, বাড়িতেই সাদামাটা বিয়ের অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন পরিবারের ঘনিষ্টরা।