আদিল সরকার, ইবি: সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, হত্যা, মন্দির-বাড়িঘর ভাঙচুর তথা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ব বিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ।
শনিবার (২৩ অক্টোবর) সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন করে তারা।
ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড মাহবুবুল আরফিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড আলমগীর হোসেন ভূঁইয়া।
এছাড়া মানববন্ধনে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. এস এম মালেক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টু।
এছাড়াও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যা-পক ড. কামাল উদ্দীন, ইবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আনো-য়ার হোসেন, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, শামসু- জ্জামান জোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড অরবিন্দ শাহা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুন হোসেন বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হাঙ্গা মায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান৷ একই সাথে হাম-লায় নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের দাবি করেন বক্তারা।
এসময় বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ঘটনায় জড়িতদের ধিক্কার ও ঘৃণা জানিয়ে বলেন, ‘এই দেশ কে স্বাধীন করতে সবাই এক রক্ত দিয়েছি। এ দেশ অসাম্প্রদায়িক ও অবিচ্ছিন্ন। এই দর্শনকে আমরা ভুলে যেতে পারি না।
সমাজে লুকিয়ে থাকা ঘাপটা মানুষগুলো আজ এই স্লোগানগুলো ভুলিয়ে দেয়ার ও মানবতার পতাকা খামচে ধরার চেষ্টা করছে৷ তারা সাম্প্রদায়িকতা কে উষ্কে দিয়ে সমাজে হানাহানি করতে চায়।
এই সোনার বাংলায় এসব ঘৃণিত মানুষের শুধু বিচারের দাবি নয়, সমাজের সকল পরিমন্ডল থেকে তাদের বিনাশ করে দিতে হবে।’