চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট আনুমানিক রাত পৌনে ১০টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৫- এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদীঘি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া হেরোইন এর সিজার মূল্য- ১০ লক্ষ টাকা। আটককৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।