সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র হেরোইন উদ্ধার

0
112

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে হেরোইন উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আরআইবি সদস্যের তথ্যের ভিত্তিতে ২৭ জুলাই বেলা পৌনে ১১টার দিকে সোনা মসজিদ বিওপির হাবিলদার মোঃ মনজিল হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০০ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়। আটককৃত হেরোইন এর সিজার মূল্য-১০ লক্ষ টাকা।

আটককৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here