সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ

0
74

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থলবন্দরের ১ হাজার ২৭৫ জন শ্রমিকের হাতে এসব আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালক আতিকুর রহমান খাঁন।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

বিশেষ অতিথি ছিলেন সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা।

ডিজিটাল আইডি কার্ড বিতরণ শেষে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। সভায় স্থলবন্দরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মোঃ মইনুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here