চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ মোবাইল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ৩ অক্টোবর রাত আনুমানিক সোয়া ২টার দিকে তেলকুপি বিওপির নায়েব সুবেদার মোঃ আনোয়ার আলী এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কবিরাটোলা নামক স্থান হতে মালিকবিহীন ২১টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করে।
যার আনুমানিক সিজার মূল্য-৪ লক্ষ ৮৫ হাজার টাকা। উদ্ধারকৃত মোবাইল ফোন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।