চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার সোনামসজিদ ও তেলকুপি
সীমান্তে ফেন্সিডিল উদ্ধার রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন
মোল্লা, পিএসসি পৃথক প্রেসনোটে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৬ অক্টোবর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৫- এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যবাজার নামক স্থান হতে মালিকবিহীন ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সি ডিল এর আনুমানিক সিজার মূল্য-১৭ হাজার ৬’শ টাকা।
অন্যদিকে, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৭ অক্টোবর রাত আনুমানিক ৩৫০ ঘটিকায় তেলকুপি বিওপির নায়েক মোঃ হাসিমুদ্দিন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৬-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রাম হতে মালিকবিহীন ১০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
আটককৃত ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য-৪২ হাজার ৪’শ টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করাহয়েছে।