শরীয়তপুরে ফল মেলা !

0
122

শরীয়পতুর প্রতিনিধি ॥ ‘বছর ব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে’ প্রতিপাদ্যে শরীয়তপুর শরীয়তপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ফল মেলা-২০২২ এর আয়োজন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

৫ জুলাই মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাজান। সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক গোলাম রাসূল।

এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার। এই সময় বিভিন্ন পর্যায়ের কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রকার ফলের প্রদর্শণী রাখা হয়েছে।

মেরা উদ্বোধনকালে জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, যে গাছে ফল ও কাঠ দুটোই হয় সেই জাতের গাছ বেশী বেশী করে লাগাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছর ৭৫ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। তার মধ্যে ৯০ শতাংশই ছিল ফলের বৃক্ষ।

এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হবে। সেখানেও ফলের সাথে কাঠ পাওয়া যাবে এই ধরণের গাছ বেশী থাকবে। শরীয়তপুরে গোসাইরহাট এলাকায় ইপিজেড তৈরী হবে। সেখানে ফল ও শাক-সব্জি প্রসেসিং এর পদ্ধতি থাকবে। তখন শরীয়তপুর উৎপাদিত ফল ও শাক-সব্জি আর নষ্ট হবে না। আগামী বছর নাগাদ সেই কাজ শুরু হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here