শরীয়তপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
255

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দিনব্যাপি বর্ণিল কর্মসূচির আয়োজন করেছেন জেলা প্রশাসন। দিসবের শুরু হয় সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে দিবসের ধারাবহিকতায় ছিল ছাত্রীদের কারাতে প্রশেক্ষণ কর্মশালা, শিশু কন্ঠে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন প্রচার, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন, হাতের সুন্দর লেখা, রচনা, সঙ্গীত, বই পাঠ ও প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাদ যোহর কেন্দ্রীয় সমজিদসহ সকল মসজিদে মিলাদ ও মন্দিরের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দিবসের দ্বিতীয় ভাগে ছিল স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর স্বল্পদৈঘ্য চলচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। সন্ধ্যা থেকে রাত অবধি ছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাণ সমুহে আলোকসজ্জা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here