শরীয়তপুরের ডিসির নামে মামলা করার হুমকি !

0
132

শরীয়তপুর প্রতিনিধি ॥ সাংবাদিককে গালিগালাজ ও হাত-পাঁ ভেঙ্গে ফেলার হুমিকদাতা ডামুড্যা পাইলট
বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক সুজিত কর্মকার এবার জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নামে মামলা হুমকি দিয়েছেন।

এমন একটি ভিডিও চিত্রি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওচিত্রে দেখা যায়, প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলছেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসে একটি মিটিংয়ে শতাধিক মানুষের সামনে ডিসি আমাকে অপমান করেছে। আমি তার বিরুদ্ধে মানহানি মামলা করবো।

মামর করতে এমপি নাহিম রাজ্জাক এর সম্মতি আছে। ডিসি হইছে তাতে কি হইছে। এই চাকরি না করলে কি হবে। এর পূর্বে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রী সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করে। ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়।

সেই বিষয়ে বক্তব্য চাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার স্থানীয় দুই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারধরের হুমকি দেয়। এমন একটি মোবাইলে কথপোথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এই বিষয়ে ডামুড্যা থানায় অভিযোগ করা হয়।

এদিকে, ২২ আগস্ট সোমবার সকালে ডামুড্যা উপজেলা অডিটোরিয়ামে এক সভা থেকে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান সেই প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয় জানতে চায়। এতে চরম ক্ষ্ধুসঢ়;দ্ধ হয় সুজিত। এরপর সে জেলা প্রশাসকের নামে মানহানির মামলা করবেন মর্মে একটি ভিডিও বার্তা ছেড়ে দেন।

এ ভিডিও ভাইরাল হয়েছে। এবার জনমনে প্রশ্ন, শিক্ষক সুজিত কর্মকারের খুঁটির জোর কোথায়? এছাড়াও সেই প্রধান শিক্ষক নানা অপকর্মের সাথে জড়িত থাকায় একাধিকবার স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর প্রধান শিক্ষক সুজিত কর্মকার গণমাধ্যমে আর কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেছেন, আচ্ছা ঠিক আছে। সে আগে মামলা করুক। তারপরে বিষয়টি দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here