শরীয়তপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সাত্তার খান স্মরণে দোয়া ও মিলাদ

0
308

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর মুক্তিযোদ্ধা কমান্ডের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এমএ সাত্তার খান স্মরণে ৩০ জুলাই শনিবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদারের সঞ্চালনায় ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ শিকদার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান মাহমুদ সীমন।

এই সময় বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক সরদার, বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মজিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ মোল্যা, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাদবর, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধঅ এমএ ছাত্তার খান গত ১৫ জুন বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার ল্যাব এইড হাস-পাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি একাধারে দীর্ঘ সময় শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ছিলেন।

এ ছাড়াও তিনি একজন আওয়মীলীগের নিবেদিত প্রাণ ছিলেন। কোন অনিয়ম ও দুর্নীতি তাকে শেষদিন পর্যর্ন্ত গ্রাস করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here