শরীয়তপুর উলামা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

0
97

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর উলামা পরিষদের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় আংগারিয়া উসমানিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আবু বকর।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি মহিউদ্দিন। মাওলানা মুসলিম উদ্দিন ও আকরাম হুসাইন এর সহযোগিতায় সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মঈনুদ্দীন কাসেমী।

সভায় বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল, মুফতি আঃ সামাদ, মুফতি নজরুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ খান, মাওলানা আঃ কাদের, মাওলানা শহিদুল্লাহ খন্দকার, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা ইদরীস কাসেমী প্রমূখ।

সভায় ইসলামী সংগীত পরিচালনা করেন মাওলানা ছগীর আহমদ। সংগঠনের নীতিমালা অনুযায়ী পরবর্তী কমিটি গঠনের প্রস্তাব আনা হয় উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে। বর্তমান কমিটি তাদের মেয়াদকালে ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছেন।

মনোহার বাজার থেকে শরীয়তপুর শহর পর্যন্ত যে কোন স্থানে নিজস্ব সম্পত্তিতে সংগঠনের স্থায়ী কার্যালয় নির্মাণের মধ্য দিয়ে ১০ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ। নিরলস পরিশ্রম করে অর্থ, বুদ্ধি ও পরামর্শ দিয়ে নিঃস্বার্থ ভাবে উপদেষ্টা কমিটি সংগঠনকে এগিয়ে নিতে চেষ্টা করে চলেছেন। এই সংগঠন হবে দেশের সর্ববৃহত ইসলামী সংগঠন এমন ধারণা করেছেন প্রতিটি সদস্য।

এই সংগঠনের মাধ্যমে শরীয়তপুরসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কওমী মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পরি-কল্পনা রয়েছে। জেলায় প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রশিক্ষিত নূরানী শিক্ষকদের মাধ্যমে নূরানী মাদরাসা পরিচালনা করা হবে। ইতোমধ্যে বন্যা কবলিত সিলেট এলাকায় এই সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এই সংগঠনকে প্রতিষ্ঠিত ও শক্তিশালী ভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন সংগঠনের পক্ষ থেকে।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here