সস্ত্রীক করোনামুক্ত হলেন চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। ফারুকের স্ত্রী ফারহানা ফারুক বলেন—গত ১৫ ডিসেম্বর রাতে আমাদের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। এতে আমরা দু’জনই নেগেটিভ। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে কঠিন অবস্থা থেকে ফিরে এলাম। আমরা দু’জনই এখন সুস্থ আছি।
উল্লেখ্য করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১৬ নভেম্বর সন্ধ্যায় নগরীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ফারুককে। তারপর থেকে ফারুকের পাশেই ছিলেন তার মেয়ে তুলসি ও স্ত্রী ফারহানা। কিন্তু ২৩ নভেম্বর জানতে পারেন তুলসি করোনা পজিটিভ। আবারো কোভিড-১৯ পরীক্ষা করা হলে ৩ ডিসেম্বর জানতে পারেন ফারুকের স্ত্রীও করোনা পজিটিভ।
পরে ফারুক-ফারহানা দম্পতি নগরীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিকভাবে সুস্থ বোধ করেন তারা।